এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ জুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনেও হিংসা অব্যাহত পূর্ব বর্ধমান জেলায় । এবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক বিজেপি নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আহত বিজেপি নেতার নাম চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । তিনি বিজেপির আউশগ্রাম বিধানসভার আহ্বায়কের পদে রয়েছেন । হামলার পর তাঁকে বননবগ্রাম হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে । পরে এনিয়ে আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইমদাদুল শেখ ও তার কয়েকজন সঙ্গীসাথীর বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রনাথবাবু । ঘটনা প্রসঙ্গে মতামত জানার জন্য আউশগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি অরূপ সরকারকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি ।
জানা গেছে,চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় শনিবার আউশগ্রাম-১ ব্লক অফিসে বিজেপির দুজন প্রার্থী গ্রাম পঞ্চায়েতের আসনে মনোনয়নপত্র দাখিল করেন । বিজেপির প্রার্থীদের মনোনয়নে তদারকি করায় চন্দ্রনাথবাবুর উপর তৃণমূল নেতা ইমদাদুল শেখের যত রোষ গিয়ে পড়ে বলে অভিযোগ । তার জেরে আজ রবিবার বিকেলে বংশধর গোপ নামে এক দলীয় কর্মীর সাথে চন্দ্রনাথবাবু যখন আউশগ্রাম বাসস্ট্যান্ডে আসছিলেন, সেই সময় তার উপর হামলা চালানো হয় ।
অভিযোগ,ইমদাদুল শেখের নেতৃত্বে ৮-১০ জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা দল লাঠিসোঁটা নিয়ে চন্দ্রনাথবাবুদের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে । লাঠির আঘাতে চন্দ্রনাথবাবুর বাম হাতের হাড় ভেঙে যায় । বেদম পেটানো হয় তাঁর সঙ্গে থাকা বংশধর গোপকেও । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে ।
জানা গেছে,ঘটনাস্থলের কিছুটা পাশেই রয়েছে আউশগ্রাম থানা । পুলিশের নাকের ডগায় এই হামলার ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে । যদিও এদিন রাত পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।।