এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১০ জুন : ৬ বছরের আদিবাসী শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় শনিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়ায় । অভিযুক্ত বছর পঞ্চাশের মনসুর শেখের বাড়িতে চড়াও হয় আদিবাসী লোকজন । যদিও তখন বাড়িতে ছিল না মনসুর । এদিকে মনসুরকে না পেয়ে ক্ষিপ্ত জনতা তার বাড়ির কিছু জিনিসপত্র লন্ডভণ্ড করে দিয়ে তার প্রতীক্ষায় বাড়ির সামনে বসে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী । শেষে পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে আটক করে থানায় আনলে পরিস্থিতি স্বাভাবিক হয় । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা শিশুর পরিবার ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন ।
জানা গেছে,মনসুর শেখের বাড়ি তেঁতুলদ্বীপ গ্রামে । এদিন বিকেলে সে ভেদিয়ায় রেললাইনের পাশে মাঠে বসেছিল । সেই সময় মাঠে একাই খেলা করছিল ওই এলাকার বছর ছয়ের নির্যাতিতা শিশুকন্যা । মনসুর তাকে একা পেয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ।
স্থানীয় সূত্রে খবর,ঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে । শিশুটির পরিবার তাকে কাঁদার কারন জিজ্ঞাসা করলে সে মনসুরের কুকীর্তির কথা খুলে বলে । এদিকে ঘটনার কথা চাওড় হতেই আদিবাসী লোকজন এককাট্টা হয়ে যায় । তারপর তারা ধর্ষক মনসুরের সন্ধানে তেঁতুলদ্বীপ গ্রামে তার বাড়িতে চড়াও হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । এদিন সন্ধ্যা নাগাদ অভিযুক্ত প্রৌঢ়কে আটক করে পুলিশ ।।