এইদিন ওয়েবডেস্ক,বাদাখশান,০৯ জুন : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে । বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ ফৈজাবাদের নতুন শহরের নবী মসজিদে তালিবানের ডেপুটি গভর্নর মৌলভি নিসার আহমদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সময় । মৃতদের মধ্যে বাঘলানের তালিবানের প্রাক্তন পুলিশ প্রধান মৌলভি সফিউল্লাহ এবং এই গ্রুপের আরও কয়েকজন সিনিয়র কমান্ডার রয়েছে । মৃতদের মধ্যে তালিবান গ্রুপের কয়েকজন কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্ফোরণটি একটি গাড়ি বোমা হামলার কারণে হয়েছিল বলে জানা গেছে । তালিবান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে এই বিস্ফোরণে গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য এবং সাধারণ মানুষ নিহত হয়েছে, তবে তারা এই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি এবং এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ,হাসপাতালে আহতদের রক্তের প্রয়োজন কিন্তু তালিবানরা ফৈজাবাদের বাসিন্দাদের হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে না ।
দুই দিন আগে ঘাবারগোলিতে তালিবানের ডেপুটি গভর্নর মৌলভি নিসার আহমদ একটি হামলায় নিহত হন যেটির দায় স্বীকার করে ইসলামি স্টেট(আই এস আই এস) । উল্লেখ্য ফৈজাবাদ শহরে তালিবানের ডেপুটি গভর্নরের গাড়িতে বিস্ফোরণের পর এই প্রদেশের স্থানীয় প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন এনেছেন তালিবান নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদার । মৌলভী আবদুল গনির পরিবর্তে অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে ।
এদিকে বাদাখশান প্রদেশের মসজিদে বোমা বিস্ফোরণের পরে বাদাখশান প্রদেশের ইয়েফতাল, বাহারাক, জুরম এবং শাহদা জেলায় তালেবানদের মধ্যে সংঘর্ষ বেধে গেছে বলে জানা যায় । তথ্য অনুযায়ী, ফৈজাবাদ শহরের ইয়েফতাল জেলার পাহাড় দখলকে কেন্দ্র করে তালিবানদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত বলে খবর ।।

