শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান ও শিলিগুড়ি,০৮ জুন : কুর্মিদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবির বিরোধিতায় বৃহস্পতিবার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকা বারো ঘণ্টা বাংলা বনধ পালিত হল রাজ্য জুড়ে । বৃহস্পতিবার সকালে ৬ টা থেকে মেমারি-২ ব্লকের সাতগেছিয়া চৌমাথায় পথ অবরোধ করে রাখে সংগঠনের সদস্যরা । ধামসা,মাদল ও কাঁসর ঘন্টা বাজিয়ে কুর্মিদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবির বিরোধিতায় সরব হতে দেখা যায় সংগঠনের লোকজনদের । আদিবাসী মহিলাদের নৃত্যের পাশাপাশি পথসভাও করা হয় সাতগেছিয়া চৌমাথায় । বনধের জেরে বেশ কিছু যানবাহন আটকে যায় ।
দেখুন ভিডিও 👇
তবে দক্ষিণবঙ্গে আদিবাসী সংগঠনের বনধের তেমন কোনো প্রভাব না দেখা গেলেও ব্যাপক প্রভাব পড়ে উত্তরবঙ্গে । এদিন সকালে উত্তরবঙ্গের রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করেন বনধ সমর্থনকারীরা । পাশাপাশি ডালখোলা থানার পাতনৌর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় । চাঁচল- সামসী ৮১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছিতে পথ অবরোধ করা হয় । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও বনধের ভালো প্রভাব লক্ষ্য করা গেছে । বনধের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরকারি বাস ও অন্যান্য যানবাহন আটকে গিয়ে তীব্র দাবদাহের মধ্যে সাধারণ মানুষকে চুড়ান্ত নাকাল হতে হয় । তবে কোথাও বনধ রুখতে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি বা বনধের বিরোধিতায় রাস্তায় নামতে দেখা যায়নি শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ।।