এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুসলিম অধ্যুষিত ভুমশোর গ্রামে তৃণমূলে ধ্বস নামলো । বেশ কিছু যুবক যোগ দিল সিপিএমে । বুধবার সন্ধ্যায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের সিপিএম নেতা সুভাষ মন্ডল ও নজরুল হকরা । সিপিএমের দাবি এদিন রাখেন ২০০ টি পরিবার তৃণমূল থেকে সিপিআইএমে যোগদান করেছে । এদিকে পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে সিপিএমে যোগদানের এই প্রবণতা তৃণমূলের কাছে অশনি সঙ্কেত বলে মনে করছেন অভিজ্ঞমহল । যদিও এই যোগদানকে বিশেষ আমল দিতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
এক সময়ে লাল দূর্গ বলে পরিচিত ছিল ভাতার এলাকা । বিশেষ করে ভাতারের ভুমশোর,বামশোর, কালুত্তক প্রভৃতি মুসলিম অধ্যুষিত গ্রামগুলি ছিল সিপিএমের একছত্র আধিপত্য । কিন্তু ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ওই গ্রামগুলি থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় সিপিএম । বিগত পঞ্চায়েত নির্বাচনেও ভুমশোর গ্রামের বুথগুলি তৃণমূলের দখলেই ছিল ।
কিন্তু কি এমন ঘটল যে হঠাৎ করে শিবির বদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভুমশোর গ্রামের একাংশের মানুষ ? এই বিষয়ে সিপিএমে যোগদানকারী শেখ সামু, শেখ হারাই, কদর শেখ, ফিরোজ মোল্লাদের দাবি,’দীর্ঘ সময় ধরে ভূমশোর গ্রামে সন্ত্রাস চালিয়ে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।গ্রামের উন্নয়নও ঠিকমত হয়নি ।’ পাশাপাশি তারা জানান,তৃণমূলের দূর্নীতিতে বীতশ্রদ্ধ হয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে । নজরুল হক জানিয়েছেন,ভূমশোর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নতুন দলীয় কার্যালয় থেকেই আগামী পঞ্চায়েত নির্বাচনের কার্যকলাপ পরিচালিত হবে ।।