এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৭ জুন : লখনউ আদালত চত্বরে খুন হলেন মুখতার আনসারির ঘনিষ্ঠ গ্যাংস্টার সঞ্জীব জীবা(Sanjeev Jeeva) । আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি তাকে গুলি চালিয়েছে বলে জানা গেছে । একটি মেয়েও গুলিবিদ্ধ হয় । নিহত সঞ্জীব মুখতার আনসারির (Mukhtar Ansari) ঘনিষ্ঠ বলে জানা গেছে । উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ব্রহ্ম দত্ত দ্বিবেদী (Brahm Dutt Dwivedi) হত্যা মামলার অভিযুক্ত ছিল সঞ্জীব জীবা ।
জানা গেছে,আজ বুধবার বিজেপি নেতা ব্রহ্ম দত্ত দ্বিবেদী হত্যার অভিযোগে অভিযুক্ত সঞ্জীব জীবাকে শুনানির জন্য লখনউ সিভিল কোর্টে আনা হয়েছিল । সেই সময় হামলাকারী আইনজীবীর ছদ্মবেশে আদালতে প্রবেশ করেছিল । হামলাকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের । খবর পেয়ে ডিসিপি পশ্চিম ও ডিসিপি সেন্ট্রাল আদালত চত্বরে পৌঁছেছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার সুনীল কুমার মিশ্র ।
লখনউ সিভিল কোর্টে গুলি চালানোর বিষয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘এটাই কি গণতন্ত্র ? যেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি, সেখানেই হত্যা হচ্ছে ।’।