এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৭ জুন :
তেহরিক-ই-তালিবান পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠী ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব করেছে এমন খবর প্রত্যাখ্যান করেছে । বুধবার এক বিবৃতিতে পাকিস্তান তালিবান গোষ্ঠী লিখেছে যে তারা সংলাপে বিশ্বাস করলেও অস্ত্রকে তাদের শোভা হিসাবে বিবেচনা করে এবং সেগুলিকে নামিয়ে রেখে কখনোই আলোচনায় যোগ দেবে না ।
মঙ্গলবার পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল যে পাকিস্তান তেহরিক-ই-তালিবান ইসলামাবাদকে আলোচনার প্রস্তাব দিয়েছে । তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন যে পাকিস্তান তেহরিক-ই- তালিবানকে প্রথমে অস্ত্র জমা দিতে হবে,তারপরেই ইসলামাবাদ এই গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে । এদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের উত্তরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বিবৃতিতে লিখেছে যে তাদের গোষ্ঠীটি একটি জিহাদি সংগঠন এবং অস্ত্রকে তারা তাদের শোভা হিসাবে বিবেচনা করে ।
তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর পাকিস্তান সরকার এবং পাকিস্তান তেহরিক-ই- তালিবানের মধ্যে প্রথম মুখোমুখি আলোচনা কাবুলে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক দফায় এই কথোপকথন চললেও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছায়নি। সম্প্রতি পাকিস্তানি সেনাদের অবস্থানে পাকিস্তান তেহরিক-ই- তালিবানের হামলা কয়েকগুণ বেড়েছে ।।