এইদিন ওয়েবডেস্ক,সীতাপুর,০৭ জুন : বাড়ির অদূরের জঙ্গলে প্রাতকৃত্য সারতে গিয়ে গনধর্ষণের শিকার হল উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় রামকোট থানা এলাকার এক দলিত হিন্দু কিশোরী । ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,অভিযুক্তরা সকলেই মুসলিম সম্প্রদায়ের । আসামিদের মধ্যে মহম্মদ রিজওয়ান ও টেলর নামে দুই যুবক ছাড়াও ৩ জন নাবালকও রয়েছে বলে জানা গেছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার কথা জানাজানি হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে হিন্দু সংগঠনগুলি । সীতাপুরের মহন্ত বজরং মুনি নির্যাতিতার ডাক্তারি পরীক্ষায় বিলম্বের অভিযোগ করেছেন । চিকিৎসকদের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয় । এফআইআরে কারচুপিরও অভিযোগ ওঠে । এমনকি সীতাপুর থানার কনস্টেবলের শরীফের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়ার অভিযোগও ওঠে ।
যদিও পুলিশ ঘটনার ২০ ঘন্টার মধ্যে রিজওয়ান ও টেলরসহ ৫ জনকে গ্রেফতার করেছে । ধৃতদের বিরুদ্ধে আইপিসির ৩৭৬-ডিএ,৩২৩ ধারা এবং পকসো আইনের ৫জি/৬ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করেছে । সীতাপুর থানার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে,আসামিদের ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার বিচার করার চেষ্টা করছে ।
তদন্তে পুলিশ জানতে পারে, গত রবিবার (৪ জুন ২০২৩) ১৫ বছরের ওই কিশোরী বাড়ির অদূরে একটি জঙ্গলে শৌচকর্ম সারতে গিয়েছিল । সেই সময় রিজওয়ান,টেলর ও ৩ জন নাবালক ওই কিশোরীকে ঘিরে ধরে । তিনজন কিশোর নির্যাতিতার হাত-পা শক্ত করে ধরেছিল । এদিকে রিজওয়ান ও টেলর মিলে ওই কিশোরীকে উপর্যুপরি গণধর্ষণ করেন । পরে মেয়েটি বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানালে থানায় এনিয়ে এফ আই আর রজু করে তার পরিবার ।।