এইদিন ওয়েব ডেস্ক,ভাতার,১৪ নভেম্ভর ঃ আদালতের নির্দেশের পর আতসবাজি কেনাবেচা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে লাগাতার প্রচার চালানো হয়েছিল । তা সত্ত্বেও আতসবাজি বেচাকেনা সম্পুর্ন বন্ধ করা যায়নি । দিপাবলী ও কালী পুজোর আগের রাতে শব্দবাজী বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু আতসবাজি । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাম ঘোষ ও বাপি মণ্ডল ।ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি ভাতারের আমারুন গ্রামে। দ্বিতীয়জন এওরা গ্রামের বাসিন্দা ।
কোভিড পরিস্থিতির কারনে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট সম্প্রতি শব্দবাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করে । ভাতার থানার পুলিশের পক্ষ থেকে এনিয়ে লাগাতার প্রচারও চালানো হচ্ছিল । কিন্তু তা সত্ত্বেও আমারুন ও এওরা গ্রামের দুটি দোকানে শব্দবাজি কেনাবেচা হচ্ছিল বলে অভিযোগ । শুক্রবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ওই দুই গ্রামে হানা দেয় । তারপর রাম ঘোষ ও বাপি মন্ডল নামে দুই ব্যাবসায়ীকে বেশ কিছু শব্দবাজি সহ গ্রেফতার করে পুলিশ । পুলিশ ধৃতদের কাছ থেকে ১৮ কেজি আতসবাজি উদ্ধার করেছে বলে জানা গেছে ৷।