এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ জুন : চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) অফিসে হানা দেয় আয়কর দপ্তর । টানা ৩ দিন ধরে সমীক্ষা চালানো হয় । বিবিসির অফিস থেকে ডিজিটাল প্রমাণ এবং প্রয়োজনীয় নথি আটক করার পাশাপাশি, আয়কর কর্মীদের জিজ্ঞাসাবাদও করেছিল আয়কর দপ্তরের আধিকারিকরা । তখন বামফ্রন্ট,কংগ্রেস সহ দেশের কথিত সেকুলার রাজনৈতিক দল ও ব্যক্তিরা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলেছিল । কিন্তু ওই ব্রিটিশ সংবাদ মাধ্যমটির কর্তৃপক্ষ নিজেই কার্যত স্বীকার করে নিয়েছে ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যবর্তী সময়ে কম কর দিয়েছিল । ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুযায়ী খবর,মামলা এড়াতে বিবিসি এখন ক্ষতিপূরণ দিতে আয়কর বিভাগে প্রায় ৪০ কোটি টাকা জমা দেওয়ার আবেদন করেছে ।
যদিও বিবিসি তার বকেয়া আয়করের ক্ষতিপূরণ দেয়নি বা এর জন্য লিখিতভাবে কোনও আবেদনও দেওয়া হয়নি। আয়কর দিতে বিবিসির পক্ষ থেকে মাত্র একটি বিবৃতি দেওয়া হয়েছে ।
প্রতিবেদন অনুযায়ী,আয়কর দপ্তর জানতে পারে যে ওই ব্রিটিশ মিডিয়া সংস্থাটি বিভিন্ন ভারতীয় ভাষায় ব্যবসা করছে। কিন্তু কোম্পানির রিপোর্ট করা আয়ের সাথে তার ব্যবসার অনেক অসঙ্গতি রয়েছে । কোম্পানির ব্যবসার ধরন অনুযায়ী আয় বেশি হওয়া উচিত । জানা গেছে,আয়কর দপ্তরের সমীক্ষায় এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা থেকে বোঝা যায় আয় অনুযায়ী কর দেওয়া হয়নি ।।