এইদিন ওয়েবডেস্ক,হাইতি,০৬ জুন : হাইতিতে (Haiti) প্রবল বৃষ্টিপাতের কারনে সৃষ্টি বন্যায় বিগত কয়েক দিনে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে । আরও কয়েক ডজন নিখোঁজ ও আহত হয়েছে । সরকারি পরিসংখ্যান অনুযায়ী,১৩,৬০০ টিরও বেশি বাড়ি বন্যার বিধ্বস্ত হয়ে গেছে । ওই সমস্ত পরিবারগুলি বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে ।
পোর্ট-অ-প্রিন্সের(Port-au-Prince) পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর লিওগানে(Leogane) এর রাস্তাগুলি এখনও জলের তলায় । বন্যায় ভেসে যাওয়া কাপড়ের জন্য অনেককে কাদার মধ্যে হাতড়ে বেড়াচ্ছে । লিওগানের বাসিন্দা ফানিয়া ক্যাঙ্গে বলেন,’আমার বাড়ি বন্যায় ভেসে গেছে । আমার দুই সন্তান । তার মধ্যে একজনকে আমি বাঁচাতে পেরেছি । অন্যজন জলের তোড়ে ভেসে গেছে ।’
স্থানীয় সেন্ট ক্রোয়েক্স হাসপাতাল(St. Croix hospital) পর্যন্ত প্লাবিত হয়ে গেছে । হাসপাতালের রোগীদের বিছানা এবং অন্যান্য জিনিসপত্র সব জলের তলায় । নাগরিক সুরক্ষা সংস্থা সোমবার টুইটারে বলেছে যে রবিবার (৪ জুন ২০২৩) রাত থেকে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছাকাছি সহ দেশের বিভিন্ন স্থানে সপ্তাহান্তে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়েছে ।
এদিকে মারাত্মক বন্যার মাঝেও হাইতি ব্যাপকভাবে গ্যাং সহিংসতার কারনে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে । উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা প্রধান মিয়ামি হেরাল্ড । স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বাস্তুচ্যুত ব্যক্তিদের খাদ্য সরবরাহ করছে । ব্যাপক বন্যায় হাইতির কিছু অংশে কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় শষ্য বা ফসল উৎপাদনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য,হাইতিতে বৃষ্টিপাত জুন থেকে নভেম্বর পর্যন্ত চলে এবং আটলান্টিক হারিকেন মরসুমের শুরুর সাথে মিলে যায় ।।