দেখেও দেখেনা
শুনেও শোনেনা
বুঝেও বোঝেনা সব
শব দেখেও আঁতকে ওঠেনা
অন্তরাত্মা নীরব!!
শুধু কাঁদে দেখি অসহায় পিতা
বিভীষিকা চোখে মুখে
বুকের ধনকে খুঁজে চলে ওই
লাশেদের দিকে ঝুঁকে।
সেসব ছবি দিয়ে কেউ কেউ
সাজায় গানের কলি!!
ওরে ও পাষন্ড একটু তো থাম
নয়তো মানুষ কেমনে হলি!!
চেয়ে দেখ কত শতশত লাশ
হাহাকার ঘরে ঘরে
সিনেমা নয় রে বাস্তব এটা
মৃত্যু নিয়ে কেউ ব্যবসা করে!!
সমবেদনা টুকু অন্তত থাক
আচরণ হোক মানুষের মত।
যার গেল শুধু সেই বোঝে
হারানোর জ্বালা কত ।।