এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,০৫ জুন : গুজরাটের ভাদোদরার নওয়াপুরা এলাকার এক বিবাহিত হিন্দু মহিলাকে ধর্ষণ ও জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে মহিলার প্রতিবেশী মহম্মদ হুসেন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে । ওপি ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে,ওই মহিলা হোসেনের পাড়ায় বাস করতেন । মহিলার অভিযোগ, হোসেন তাকে এবং তার ছেলেকে খুনের হুমকি দেখিয়ে তাকে ধর্ষণ করে হুসেন । পুলিশ বা পরিবারকে জানালে তাকে অ্যাসিড হামলার হুমকি দেয় । হুসেন তাকে যৌন নিপীড়নের প্রায় ২০ দিন পরে একটি দরগায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তাকে মিষ্টি এবং গোলাপজল দেওয়া হয়েছিল এবং তার গলায় একটি তাবিজ পরতে বাধ্য করা হয়েছিল । সেই সঙ্গে তার পায়ে কালো সুতো বেঁধে দেওয়া হয়েছিল । এভাবে তাকে ইসলামে ধর্মান্তরিত করে হোসেন । পাশাপাশি তার অভিযোগ যে তার সমস্ত গয়নাও অভিযুক্ত নিয়ে গেছে এবং পরে বিক্রি করে দিয়েছে । প্রতিবেদন অনুযায়ী, মহিলা দাবি করেন মোহম্মদ হুসেন তাকে বলতো যে ‘আমি একজন মুসলিম এবং তুমি জানো না আমি কী করতে পারি । আমি তোমাকে এবং তোমার সন্তানকে ঠিক করে দেব ।’
মহিলার অভিযোগের ভিত্তিতে নওয়াপুরা থানার পুলিশ অভিযুক্ত মহম্মদ হুসেনকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬,৩২৩,৪০৬, ৪৫২ সহ একাধিক ধারায় মামলা রজু করে তাকে জেলে পাঠিয়েছে । পুলিশ অভিযুক্তের বিক্রি করা গয়না উদ্ধার করলেও ধর্মান্তরের অভিযোগ অস্বীকার করেছে ।।