প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ জুন : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে অব্যাহত রয়েছে বোমা উদ্ধারে ঘটনা । এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নাম । রবিবার মঙ্গলকোটের আটঘড়া গ্রামের ফ্লাড শেল্টারের পরিত্যক্ত শৌচাগার লুকানো থাকা দুই ড্রাম থেকে ২৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । একটি ড্রামে ১৫ টি,আর অন্য ড্রামে ১৩ টি বোমা রাখা ছিল। ধর্মরাজ ঠাকুরের পুজো চলাকালীন সময়ে ঘটনা এলাকার ফ্লাড শেল্টার থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মঙ্গলকোটের বাসিন্দারা ।
গ্রামবাসীথের কথায়,ধর্মরাজ পুজো উপলক্ষে আটঘড়া গ্রামে প্রচুর মানুষের ভিড় হয়েছে।ফ্লাড শেল্টারের নিচের ঘরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বসে অবসর সময় কাটায়। যদি কোন কারণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটত তাহলে অনেক ক্ষয়ক্ষতি হত। সি আই ডি র বোম্ব স্কোয়াড বোমাগুলি দু দফায় নিষ্ক্রিয় করে। ফ্লাড শেল্টারে কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।