এইদিন ওয়েবডেস্ক,ভাতার,০৮ এপ্রিল : পাড়ায় তিনটে টিউবওয়েল রয়েছে । সেগুলি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে । এছাড়া মাস দশেক আগে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়েছিল । কিন্তু সেই কলেও জল আসে না । ফলে পানীয় জলের আকাল চলছে ভাতার ব্লকের সাবেবগঞ্জ-১ পঞ্চায়েতের হলদিগোরে আদিবাসী পাড়ায় । এদিকে তীব্র গরমের মধ্যে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে তাঁদের চরম বিপাকে পড়তে হচ্ছে ৷ তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন হলদিগোরে পাড়ার বাসিন্দারা । এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে ভাতারের শাসকদল নেতৃত্ব ।
হলদিগোরে পাড়ায় ৭০ – ৮০ টি পরিবারের বসবাস । গ্রামবাসীরা জানিয়েছেন,পঞ্চায়েত থেকে পাড়ায় ৩ টি টিউবওয়েল বসানো হয়েছে । মূলত ওই টিউবওয়েলগুলি থেকেই পানীয় জল সংগ্রহ করতেন পাড়ার বাসিন্দারা । কিন্তু বছর পাঁচেক ধরে টিউবওয়েলগুলি অকেজো হয়ে পড়ে আছে । তারপর বারবার আবেদন জানিয়েও স্থানীয় পঞ্চায়েত টিউবওয়েলগুলি মেরামতির কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ । মাস দশেক আগে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছিল । পাশের কাশীপুর গ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয় হলদিগোরে পাড়ায় । কিন্তু জলের চাপ এত কম যে বাড়ি পর্যন্ত জল পৌঁছয় না । এমনকি পাড়ায় যে দুটি পুকুর রয়েছে তার জলও বেশ কিছুদিন আগে শুকিয়ে গেছে । তার ফলে তীব্র জলকষ্টে দিন কাটছে সাহেবগঞ্জের হলদিগোরে পাড়ার বাসিন্দাদের ।
স্থানীয় বাসিন্দা সুমি কিস্কু,পূর্ণিমা মুহুলিরা বলেন, ‘আমাদের পাড়ার মাঝ দিয়ে ডিভিসির যে সেচনালাটি গেছে তার উপর দিয়ে চলাচলের জন্য একটি কালভার্ট নির্মান করা হয়েছে । ওই কালভার্টের ঠিক নিচে দিয়ে গেছে সজলধারা প্রকল্পের জলের পাইপলাইন । মই দিয়ে ওই কালভার্টের নিচে নেমে আমরা পাইপলাইন থেকে পানীয় জল সংগ্রহ করি । এভাবে কোনও রকমে পানীয় জল সংগ্রহ করতে পারলেও অনান্য কাজে জলের জন্য আমাদের প্রতিদিন চুড়ান্ত নাকাল হতে হয় । স্নানের জন্য দুরের একটি গ্রামের পুকুরে যেতে হয় আমাদের । শৌচকর্মের জন্য ছুটতে হয় দুরদুরান্ত এলাকায় ।’
বৃহস্পতিবার সকালে দেখা গেল হলদিগোরে পাড়ার মাঝে ক্যানেলের কালভার্টের উপরে লাইন দিয়ে বালতি,হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মহিলা । কালভার্টের ঠিক পাশেই ক্যানেলের মধ্যে একটি মই নামানো রয়েছে । মহিলারা একে একে সেই মই দিয়ে নিচে নেমে সজলধার প্রকল্পের পাইপলাইন থেকে জল সংগ্রহ করছেন । হলদিগোড়ের পাড়ার বাসিন্দা হপন মূর্মু,রাজু সোরেনদের অভিযোগ, ‘আমাদের পাড়ার জলের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতের কাছে বারবার জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা হয়নি । তাই আমরা ঠিক করেছি জলের ব্যাবস্থা না করা পর্যন্ত আমরা কেউ ভোট দেবো না। আগে জলের ব্যাবস্থা হোক তারপর ভোট দেবো ।’
বর্তমানে চলছে ভোটের মরশুম । বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পাড়ায় গিয়ে ভোট প্রচার করতে যাচ্ছেন । কিন্তু তাঁরা হলদিগোরে আদিবাসীয় গেলেই শুনতে হচ্ছে, ‘আগে জলের ব্যাবস্থা করুন । ভোটের কথা পরে হবে ।’
হলদিগোড়ে পাড়ার বাসিন্দাদের জলের সমস্যা প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাহেবগঞ্জ-১ পঞ্চায়েতের প্রধান চায়না অধিকারী বলেন,’ওই পাড়ায় পানীয়জলের জন্য সজলধারা প্রকল্পের সংযোগ দেওয়া হয়েছে । তারপরেও জলের সমস্যা থাকার কথা নয় । বিষয়টা খোঁজ নিয়ে দেখবো ।’।