এইদিন ওয়েবডেস্ক,বাগেরহাট(বাংলাদেশ),০২ জুন : রাতে বাড়িতে ঢুকে ১৬ বছরের এক হিন্দু কিশোরীকে তুলে নিয়ে গেল বাংলাদেশী জিহাদিরা । ঘটনাটি ঘটেছে গত বুধবার( ৩১ মে ২০২৩) বাংলাদেশের (Bangladesh) বাগেরহাট (Bagerhat) জেলার চিতলমারী(Chitalmari) উপজেলায় । ওই দিন রাতে স্থানীয় বাসিন্দা নাইম শেখ(Naim Sheikh) দলবল সঙ্গে নিয়ে এসে মেয়েটির বাড়িতে চড়াও হয় । তারপর তারা জোর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় । পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার পর স্থানীয় থানায় এনিয়ে অভিযোগ দায়ের করে অপহৃতা কিশোরীর পরিবার । কিন্তু আজ শুক্রবার পর্যন্ত পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে । পুলিশের নিষ্ক্রিয়তায় ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বাগেরহাটের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ।
জানা গেছে,বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা অপহৃতা কিশোরীর নাম বীথি মন্ডল (Bithi Mondal,16)) । সে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে । বীথির বাবা প্রহ্লাদ মন্ডল(Prahlad Mondal) পেশায় জনমজুর । অভাবের সংসার । অভিযোগ,স্কুল ও টিউশন যাতায়াতের পথে বীথিকে প্রায়ই উত্যক্ত করত নাইম শেখ । সে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিত । কিন্তু মেয়েটি তার সেই প্রস্তাব প্রত্যাখান করে । সেই রোষে গত বুধবার দলবল সঙ্গে এনে বীথিদের বাড়িতে চড়াও হয় নাইম । তারপর তারা মেয়েটিকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । অপহৃতা কিশোরীর মা মিডিয়ার ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেন,’সবাই আমাদের হুমকি দেয় । আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে ওরা ।’।

