এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ এপ্রিল : বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে বিধবা শাশুড়িকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গনধর্ষনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুসহ গুনধর জামাইকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সজল বাউড়ি (২৭), বাবু বাগদি(২৮) এবং গৌড় বাউড়ি(২৬) । তাদের বাড়ি আউশগ্রাম থানার আদুরিয়া গ্রামে । ধৃতদের মধ্যে সজল বাউড়ি মহিলার জামাই । ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,নির্যাতিতা মহিলার বাড়ি আউশগ্রাম থানার সীমান্তে বুদবুদ থানা এলাকার ভাতকুণ্ডা গ্রামে । মহিলার স্বামী অনেক দিন আগেই মারা গেছেন । পেশায় জনমজুর ওই মহিলার তিন মেয়ে ও এক ছেলে । সকলের বিয়ে হয়ে গেছে । ওই মহিলা একাই থাকেন ।
জানা গেছে, ভাতকুণ্ডা গ্রামের পাশে পরিষা গ্রামে মহিলার এক আত্মীয় থাকেন । পরিষা গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষ্যে মেলা বসেছে। তাই গত সোমবার তিনি ওই আত্মীয়বাড়িতে গিয়েছিলেন ।
মহিলা জানিয়েছেন, ওই দিন রাতে তিনি মেলায় আত্মীয়দের সঙ্গে ঘুরছিলেন । তারপর রাত্রি প্রায় ১০ টা নাগাদ তাঁর ছোট জামাই সজলের সঙ্গে দেখা হয়ে যায় । জামাই তাঁকে ঘুঘনি খাওয়ায় । তাঁর অভিযোগ, ‘জামাই বলে নাতনির শরীর খারাপ । তাই বাড়িতে গিয়ে একবার দেখে আসার জন্য বলে । জামাইয়ের কথা বিশ্বাস করে আমি যাওয়ার জন্য রাজি হয়ে যাই । তারপর আমি ওর বাইকে চাপি । এদিকে ওই মেলা তলাতেই ছিল জামাইয়ের বন্ধু বাবু বাগদি । সেও বাইকে চাপে । তারপর দ্রুত গতিতে বাইক চালিয়ে ভাতকুণ্ডা হয়ে কুনুর নদীর চরে জামাই আমায় নিয়ে আসে । সেখানে অপেক্ষা করছিল জামাইয়ের আর এক বন্ধু গৌড় বাউড়ি । তারপর বাইকটি দাঁড় করিয়ে জামাই ও তার দুই বন্ধু আমাকে টানতে টানতে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিনজন মিলে আমার উপর পাশবিক অত্যাচার চালায় । আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করলে ওরা আমাকে মারধর করে ।’
জানা গেছে,শাশুড়িকে গনধর্ষনের পর নির্জন জায়গায় ফেলে রেখে দুই বন্ধুকে বাইকে চাপিয়ে সেখান থেকে চম্পট দেয় জামাই । তারপর কোনও রকমে আত্মীয়বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা মহিলা । কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি এই বিষয়ে আত্মীয়দের কিছু জানাননি । পরের দিন নিজের বাড়িতে ফিরে এসে জামাই ও তার তিন বন্ধুর বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এদিন তাদের আদালতে তোলা হয় ।।