ছিলাম তোর মনের মাঝে ডাকার মত ডাকলি না
মন্দিরে তুই ঘুরলি মরে অন্তরে তো খুঁজলি না !
এদিক ওদিক দেখনা চেয়ে থাকি আমি সব খানে
মনের মধ্যে থাকলে পাপ পাবি না আর এজীবনে
হিংসা বিবাদ পাপাচারে দেশটা হল ভরপুর
মাকে দিলি বৃদ্ধাশ্রমে
বাপকে করলি
দিনমজুর !
শিক্ষা, ডিগ্রি সবই পেলি মনের আলো জ্বললো কই?
পাপ সাগরে ডুবলে পরে পাবি না আর কোনো থই ।
মনের মাঝে ডুব দিয়ে দেখ পাবি অনেক মুক্তো ধন
বিবেকটাকে না জাগালে হারাবি তুই আপনজন।
মনের জঞ্জাল দূর করে দে পুড়িয়ে ফেল সব কালো
অশ্রু জলে পাপ ধুয়ে দে জ্বালিয়ে দে মনের আলো।
অন্তরেতে রাখিস তাদের বৃদ্ধাশ্রমে নয় রে বাতুল
মন্দিরে আর হবেনা যেতে মনটাই তোর হবে দেউল ।

