এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৯ মে : দীর্ঘ দুই দশকের শাসনকালের মধ্যে দেশের আর্থিক সঙ্কট ও সাম্প্রতিক বিধ্বংসী ভুমিকম্পে বাস্তুচ্যুতদের পুনর্বাসন নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল । তা সত্ত্বেও শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের কুর্সি দখল করতে সক্ষম হলেন কট্টরপন্থী রিসেপ তাইয়্যেপ এরদোগান । তবে গত ১৪ মে প্রথম রাউন্ডে ভোটের থেকে রান-অফ নির্বাচনে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি । প্রথম রাউন্ডে এরদোয়ান তার প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ কামাল কিলিসদারোগলুকে প্রায় ৫ শতাংশ পয়েন্টে পরাজিত করেছিলেন । কিন্তু রান-অফ নির্বাচনে নির্দলীয় প্রার্থীর সমর্থন সত্ত্বেও জয়ের ব্যবধান নেমে এসেছে ৪ শতাংশে । রবিবার রাত ৯ টার দিকে ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে অফিসিয়াল ফলাফলে দেখা গেছে যে রিসেপ তাইয়্যেপ এরদোগান পেয়েছেন ৫২ শতাংশ ভোট । সেখানে কামাল কিলিসদারোগলুর প্রাপ্ত ভোট ৪৮ শতাংশ ।
তবে পরিসংখ্যান যাই হোক না কেন,কট্টরপন্থী এরদোগানের জয়ে চরম খুশি পাকিস্তান । তুর্কির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এরদোগানকে শুভেচ্ছা জানাতে কালবিলম্ব করেননি । শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তান ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে এবং দু’দেশের জনগনের মধ্যে সেরা ভ্রাতৃত্ব বজায় থাকবে । আমি তুর্কি প্রেসিডেন্টের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব এবং সম্পর্ককে আরও প্রসারিত করার উদ্দেশ্যে কাজ করার জন্য উন্মুখ ।
রবিবার তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তায় শাহবাজ শরীফ বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বিশ্বের এমন কয়েকজন ব্যক্তিত্বের একজন যাদের রাজনীতি মূলত জনসেবাকে কেন্দ্র করে । শরীফ বলেন,’সংসদ নির্বাচনে এরদোগান ও তার দল একেপির সাফল্য বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ, যা তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা প্রতিফলিত করে ।’ তিনি বলেন,’পাকিস্তান ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি অব্যাহত থাকবে, দুই দেশের জনগণের মধ্যে সর্বোত্তম ভ্রাতৃত্ব বজায় রেখে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করব ।’
অন্যদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি তার বার্তায় বলেছেন যে ঐতিহাসিক বিজয় দূরদর্শী নেতৃত্বের প্রতি তুর্কি জাতির বিশ্বাসকে প্রতিফলিত করে । আমরা ভ্রাতৃত্বের অনন্য যাত্রা অব্যাহত রেখে তুরস্কের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি ।’।

