এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৮ মে : প্রবল বৃষ্টিতে শুরুই হল না আইপিএল ২০২৩- এর ফাইনাল ম্যাচ । রবিবার গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং গুজরাটের মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল । স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শক উপস্থিত হয়েছিল । কিন্তু আইপিএল-এর ম্যাচ শুরু হওয়ার আগেই ঝড়ো ব্যাটিং শুরু করে দেয় বৃষ্টি । থেমে থেমে প্রবল বৃষ্টি চলে । আহমেদাবাদে এক ঘণ্টায় প্রায় দেড় ইঞ্চি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর । বৃষ্টিপাতের পাশাপাশি চলে শিলাবৃষ্টি । শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ বাতিল করে দেওয়া হয় । সোমবার রিজার্ভ ডে-তে ম্যাচটির খেলা হবে । একই টিকিটে সোমবার ম্যাচ দেখতে পারবেন দর্শকরা ।
এদিকে আহমেদাবাদের রাস্তা জলে প্লাবিত হয়ে গেছে । ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি আহমেদাবাদের বাসিন্দাদের তাপ থেকে আংশিক স্বস্তি দিয়েছে । কিন্তু অন্যদিকে আইপিএলের ফাইনাল ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা । এদিন ৬ টা নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আহমেদাবাদ সহ জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইতে শুরু করে ।স্যাটেলাইট, এসজি হাইওয়ে, বস্ত্রাপুর, সারখেজসহ আহমেদাবাদ জুড়ে প্রবল বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়েছে । সোমবারেও ফাইনাল ম্যাচ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে । কারন আগামী দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।।

