এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২৮ মে : রবিবার সকাল থেকে তুরস্কের দ্বিতীয় দফার নির্বাচন পর্ব শুরু হয়েছে । দ্বিতীয় দফায় তুরস্কের ভোটাররা ক্ষমতাসীন দলগুলোর জোট এবং বিরোধী দলগুলোর জোটের দুই প্রার্থীর একজনকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে । এই নির্বাচনী রাউন্ডে বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দলগুলোর জোটের প্রতিনিধি রিসেপ তাইয়েপ এরদোগান এবং তুরস্কের বিরোধী দলগুলোর প্রতিনিধি কামাল কিলিচদারোগ্লুর মধ্যে জোরদার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ।
দু’সপ্তাহ আগে অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এরদোগান ৪৯ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী কিলিকদারোগ্লু ৪৪ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। আজ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এদেশের জনগণের ভোটে । ইতিমধ্যে বিদেশে তুর্কি নাগরিকদের ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে এবং ১.৯ মিলিয়ন তুর্কি নাগরিক তাদের পছন্দের দুটি প্রার্থীর একজনকে ভোট দিতে শুরু করেছেন ।
তুর্কির স্থানীয় সময় সকাল ৮ টায় ভোট শুরু হয় এবং শেষ হবে বিকেল ৫ টায়। সন্ধ্যার আগে ফলাফল স্পষ্ট হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে ।।