এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৮ মে : দিপাবলীতে সরকারি ছুটি ঘোষণা করবে আমেরিকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের আগেই হতে পারে ঘোষণা ৷ শুক্রবার মার্কিন কংগ্রেসে আলোর উৎসব দীপাবলিকে ফেডারেল ছুটি ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন একজন বিশিষ্ট আমেরিকান আইন প্রণেতা । দেশ জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । বিল উত্থাপনের পরেই কংগ্রেসওম্যান গ্রেসড মেং একটি ভার্চুয়াল সংবাদিক সম্মেলনে বলেন,’বিশ্বের কোটি কোটি মানুষের পাশাপাশি কুইন্স, নিউ ইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অগণিত পরিবার এবং সম্প্রদায়ের জন্য দিপাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি । দিওয়ালি উদযাপন কুইন্সে একটি চমৎকার সময় এবং প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের কাছে এই দিনটি যে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই বোঝা যায়। আমেরিকার শক্তি বিভিন্ন অভিজ্ঞতা, সংস্কৃতি এবং সম্প্রদায় থেকে উদ্ভূত হয় যা এই জাতিকে তৈরি করে । আমি কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের জন্য উন্মুখ ।’
নিউইয়র্ক অ্যাসেম্বলির মহিলা জেনিফার রাজকুমার বলেছেন,’আমেরিকায় ৪ মিলিয়নেরও বেশি মানুষ দীপাবলি উদযাপন করে ।’ জেনিফার ছাড়াও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিউইয়র্ক রাজ্যের সিনেটর জেরেমি কুনি ও নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান । উল্লেখ্য,’দিওয়ালি দিবস আইন’ কংগ্রেস দ্বারা পাশ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ তম ফেডারেলভাবে স্বীকৃত ছুটির দিন।।