এইদিন ওয়েবডেস্ক, নিমরোজ (আফগানিস্তান), ২৭ মে : আফগানিস্তানের নিমরোজে তালিবান ও ইরানি সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । আজ শনিবার নিমরোজ প্রদেশের কাং জেলার মক্কি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে । তবে সংঘর্ষের কারন নিয়ে ধোঁয়াশা আছে । ইরানি কর্তৃপক্ষ বা তালিবানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
উল্লেখ্য,এর আগেও তালিবান ও ইরানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়েছে । গত রবিবার আফগানিস্তান ইরান সীমান্তে তালিবানের সঙ্গে ইরানি সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষ হয় । ওই সংঘর্ষে একজন ইরানি সীমান্তরক্ষী, একজন আফগানি পুরুষ ও একজন শিশু আহত হয় ।।