এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : দলীয় প্রার্থীর সঙ্গে ভোটের প্রচারে বেড়িয়েছিলেন বেশ কিছু বিজেপি কর্মী । তাদের মধ্যে তিনজন দল থেকে কিছুটা পিছিয়ে পড়ে । সেই সুযোগে ওই তিন বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার উক্তা পিচকুড়ি এলাকায় । হামলায় জখন তিন বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয় । তাদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বানা বাগাদি নামে এক বিজেপি কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী । যদিও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
জানা গেছে, এদিন সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে উক্তা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভোটের প্রচার করছিলেন আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজি । তিনি প্রথমে উক্তা পিচকুড়ি গ্রামে ভোটের প্রচার করেন । তারপর সোয়ারা-পরশুরামপুর গ্রামের উদ্দেশ্যে চলে যান বিজেপি প্রার্থী ।
স্থানীয় ও দলীয় সুত্রে খবর,মাখন মাজি ও সুদর্শন পাল নামে দুই বিজেপি কর্মী প্রচারের দলের পিছনে পিছনে বাইকে চড়ে আসছিলেন । এছাড়া উক্তা পিচকুড়ি গ্রামের বিজেপি কর্মী বানা বাগদিও একেবারে পিছনের দিকে ছিলেন । এদিকে বিজেপি প্রার্থী সোয়ারা-পরশুরামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলে ওই তিনজন দলছুট হয়ে যান । সেই সুযোগে তৃণমূল কর্মীরা তাঁদের আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ । মারধরের ফলে বানা বাগদি নামে ওই বিজেপি কর্মীর বাম হাতের হাড় ভেঙে যায় । পরে খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।।