এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৭ মে : ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীর হামলায় ২ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন ঘায়েল হয়েছে । হামলাটি একটি ক্লিনিকে হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা । রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার(২৬ মে ২০২৩) ডিনিপার শহরে এই হামলা চালানো হয় । ডিনিপারের গভর্নর সেরহি লিসাক বলেছেন যে ক্লিনিকের পাশ দিয়ে যাওয়ার সময় একজন ৬৯ বছর বয়সী বৃদ্ধ নিহত হয়েছেন । এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেক মানুষ চাপা পড়ে আছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাস্থ্য ক্লিনিক ভবনে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে মন্তব্য করেছেন ।জেলেনস্কি তার টুইটার পেজে লিখেছেন,’শুধুমাত্র একটি দুষ্ট সরকারই ক্লিনিকের সাথে লড়াই করতে পারে, এর কোন সামরিক উদ্দেশ্য নেই, এটি বিশুদ্ধ রাশিয়ান সন্ত্রাস ।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ডিনিপারে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি গোলাবারুদ ডিপোকে নিশানা করেছিল । ডিনিপার শহরে হামলার খবর পাওয়া গেছে যখন রাশিয়া দক্ষিণে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে । তার মধ্যে কিয়েভ দুটি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে মস্কো ।।