এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ মে : অজানা গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে । গুরুতর আহত হয়েছে আরও এক সাইকেল আরোহী । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনীল মল্লব(৫৮) । আহত সিধু ধাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । হতাহতদের বাড়ি ভাতার থানার আড়া গ্রামে । শুক্রবার মৃতদেহটি বর্ধমান হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ঘাতক গাডির সন্ধান চলছে ।
মৃতের ছেলে আশীষ মল্লব জানিয়েছেন,কাজ সেরে প্রতিদিন রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে আসতেন তার বাবা । বৃহস্পতিবার রাতেও যথারীতি প্রতিবেশী সিধু ধাড়ার সঙ্গে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন । কিন্তু রাত্রির দিকে বাড়িতে খবর আসে বাবাকে একটা চারচাকা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে । তারপর তারা হাসপাতালে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে পেশায় জনমজুর ওই দুই ব্যক্তি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে সাইকেলে বাড়ি ফিরছিলেন । তারা নর্জা মোড় পেড়িয়ে আসার পরেই একটা বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় দুই সাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সুনীল মল্লবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহত সিধু ধাড়াকে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।