এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ মে : রবিবার (২৮ মে ২০২৩) শুক্রবার নতুন সংসদ ভবন(New Parliament Building) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই কর্মসূচির নেতৃত্ব দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও দুই দফায় উদ্বোধন হবে বলে সূত্রের খবর । এএনআইকে জানিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠানের আগে অনুষ্ঠানগুলি সকালে শুরু হবে যা সংসদের গান্ধী মূর্তির কাছে একটি প্যান্ডেলে অনুষ্ঠিত হতে পারে। প্রধানমন্ত্রী মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
ওইদিন নতুন সংসদ ভবনে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক ‘সেঙ্গোল’ স্থাপন করবেন প্রধানমন্ত্রী । প্রসঙ্গত, সেঙ্গোল’ হল ২৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক । ওইদিন ব্রিটিশদের কাছ থেকে ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে গ্রহণ করেছিলেন জহরলাল নেহেরু । এন আই এ জানিয়েছে, সংসদ ভবনের উদ্বোধনের স্মরণে বিশেষ ৭৫ টাকার মুদ্রা চালু করবে অর্থ মন্ত্রক ।।