শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৫ মে : নিজের দলের লোকজনের হাতে আক্রান্ত হলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির এক তৃণমূল কর্মী । মেমারি থানার গয়েশপুর গ্রামের বাসিন্দা জুলু সেখ নামে ওই তৃণমূল কর্মী বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহর শেখ,অরুন ঘোষ, টোটন হাজরা, বাপন ঘোষ,বাপী ঘোষ ও রাজা দাঁ । বুধবার রাতে গ্রেফতারির পর আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,মণ্ডলগ্রাম মৌজার অন্তর্গত ৫-৬ বিঘা সরকারি জমির দখল নিয়ে বিবাদের সূত্রপাত । বামফ্রন্টের জমানায় বছর ৪০ আগে ওই জমিগুলি পাট্টা বিলি করা হয় । কিন্তু ভূমি দপ্তরে প্রভাব খাটিয়ে ওই জমি তৃণমূলের একটি গোষ্ঠী রেকর্ড করে নেয় বলে অভিযোগ । এনিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ।
স্থানীয় সূত্রে খবর,বুধবার তৃণমূলের একটা গোষ্ঠীর লোকজন ওই জমির দখল করতে গেলে অপর গোষ্ঠীর লোকেরা বাধা দেয় । তানিয়ে দু’পক্ষের মধ্যে একপ্রস্থ অশান্তি হয় । এদিকে সরকারি জমি রেকর্ড করে দখলের প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মী জুলু সেখ । সেই রোষেই তার উপর দলের অপর গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ ।
জানা গেছে,গয়েশপুর গ্রামের বাসিন্দা জুলু সেখ ছাগল কেনাবেচার ব্যাবসা করেন । সেই সূত্রে বুধবার তিনি নিজের মোটরসাইকেলে চড়ে বুধবার দুপুরে মেমারি থানার বামুনিয়া গ্রামে গিয়েছিলেন । বানুনিয়া গ্রামের বাসিন্দা মনিরুল শেখ,নাজিমা বেগম গোল্লারা বলেন,’বুধবার দুপুরে জুলু সেখ গয়েশপুর থেকে বাইকে চড়ে বামুনিয়ায় ছাগল কিনতে এসেছিলেন । সেই সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে জুলুর পিছু ধাওয়া করে । তখন সে আত্মরক্ষার জন্য বামুনিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ঢুকে পড়ে । কিন্তু তারা জুলুকে বাড়ি থেকে টেনে বের করে নির্মম ভাবে পেটায় । পরিবারের মেয়েদের সঙ্গেও তারা দুর্ব্যবহার করে,কাপড় ছিঁড়ে দেয় । বাচ্ছা ছেলেদের হাত ধরে ছুড়ে দেয় ।’
জানা গেছে,হামলাকারীরা পালিয়ে গেলে প্রহৃত তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।।