এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ মে : এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান । তাই নিরাপত্তার কারনে পাকিস্তানে দল পাঠাবে না বলে অনেক আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই । ভারত পাকিস্তান যেতে অস্বীকার করায় এদিকে পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জন ভারত বিরোধী বক্তব্য পেশ করেছিল । ফলে এশিয়া কাপ নিয়ে জটিলতার সৃষ্টি হয় । কিন্তু এখন সেই জটিলতার মেঘ একটু একটু করে কাটতে শুরু করেছে । বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লিগ পর্যায়ের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হতে পারে । জানা যাচ্ছে চলতি বছরের ১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ । ভারত- পাকিস্তানের ম্যাচের বিষয়েও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা হতে বাকি ।
বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন যে আইপিএল ফাইনালের পরে অনুষ্ঠিত বৈঠকে এশিয়া কাপ ২০২৩-এর ভেন্যু নির্ধারণ করা হবে। তাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। জয় শাহ বলেছেন,’এশিয়া কাপের ভেন্যু এখনও ঠিক হয়নি। আমরা এখন আইপিএল নিয়ে ব্যস্ত ছিলাম । শ্রীলঙ্কা ক্রিকেট, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আইপিএলের ফাইনাল দেখতে আসছেন । তখন আমরা এটি নিয়ে আলোচনা করব এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেব ।’
প্রসঙ্গত,এশিয়া কাপ ২০২৩-এর ভেন্যু নির্ধারণ নিয়ে ইতিপূর্বে ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি । তার প্রস্তাব অনুযায়ী চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। বাকি চারটি লিগ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানে আয়োজন করা হবে । পাকিস্তান এবং ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে । তবে পিসিবি ভারত-পাকিস্তানের ম্যাচ দুবাইয়ে করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ।।