এইদিন ওয়েবডেস্ক,করিমগঞ্জ(আসাম),২৪ মে : আসামের একটি স্কুলে মধ্যে সপ্তম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই স্কুলেরই অধ্যক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে আসামের করিমগঞ্জ (Karimganj) জেলার বদরপুর (Badarpur) থানার অন্তর্গত (Bhanga H. S. School) ভাঙ্গা এইচ এস স্কুলে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । ঘটবার প্রতিবাদে এবং অভিযুক্ত অধ্যক্ষের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা । বিষয়টি নিয়ে জলঘোলা হতেই স্কুলে তদন্তে যায় করিমগঞ্জের স্কুল পরিদর্শক । পরে অভিযুক্ত অধ্যক্ষ আসর উদ্দিনকে (Asar Uddin) সাময়িক বরখাস্ত করা হয় । এদিকে কুকর্ম করার পর থেকেই চম্পট দিয়েছে ধর্ষক আসর উদ্দিন । পুলিশ তাকে খুঁজছে ।
জানা গেছে, ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৯ মে ২০২৩) । আসামের মাধ্যমিক শিক্ষা পর্ষদের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে,করিমগঞ্জের ভাঙ্গা এইচ এস স্কুলের অধ্যক্ষ আসর উদ্দিন কর্তৃক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওইদিনই ঘটনার তদন্তে গিয়েছিলেন করিমগঞ্জ স্কুল পরিদর্শক । তাঁর পেশ করা রিপোর্টে ধর্ষণের সত্যতা পাওয়া যায় । ওই খবরটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও প্রকাশিত হয়েছে । যার জন্য আইনের দৃষ্টিতে এবং জনসাধারণের কাছে বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে । অধ্যক্ষ আসর উদ্দিনের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভাঙ্গা এইচ.এস-এর শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি জনসাধারণের দাবি রয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে,উপযুক্ত প্রমানের ভিত্তিতে আসর উদ্দিন আসাম সার্ভিসেস (শৃঙ্খলা ও আপীল) বিধি এবং ১৯৬৪-এর বিধি ৬(১)-এর অধীনে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হল । তবে বরখাস্তের সময়কালের মধ্যে আসর উদ্দিন গ্রহণযোগ্য নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন এবং তিনি উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত সদর দপ্তর ত্যাগ করবেন না। করিমগঞ্জের বদরপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে । আসামের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা দপ্তরের সম্পাদক,করিমগঞ্জের স্কুল ইনস্পেকটর, করিমগঞ্জের ট্রেজারি অফিস এবং সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষের কাছে নির্দেশনামার প্রতিলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে আসামের মাধ্যমিক শিক্ষা পর্ষদ ।।
ছবি : সৌজন্যে হিন্দু ভয়েস ।