প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ এপ্রিল : অ্যাসিড হামলায় জখম হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এক তৃণমূল সমর্থক মহিলা । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামে। অ্যাসিড হামলায় দগ্ধ তৃণমূল সমর্থক মাম্পি বন্দ্যোপাধ্যায় কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।মহিলার ভাই রাধাকমল গোস্বামী ঘটনার বিষয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন।দায়ের হওয়া অভিযোগে ভিত্তিতে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামলেও হামলাকারীর হদিশ এখনও মেলেনি । অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে বলে যদিও পুলিশ জানিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দুই মেয়েকে নিয়ে শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে ছিলেন তৃণমূল সমর্থক মাম্পি বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে ৮টা নাগাদ মুখে কাপড় বাঁধা এক যুবক বাড়িতে ঢুকে মাম্পি দেবীর মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। অ্যাসিডে মাম্পিদেবীর মুখ ও দুই হাত দগ্ধ হয়েছে । তাঁর চিৎকার শুনে প্রতিবেশী পরিবারের লোকজন ছুটে গিয়ে মহিলাকে খণ্ডঘোষ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ‘কয়েকমাস আগে বেড়ুগ্রামে
বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় বক্তব্য রাখতে উঠে সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিলাদের সম্পের্ক কুরুচিকর মন্তব্য করেন । বিষয়টি মেনে নিতে না পেয়ে তৃণমূল সমর্থক মাম্পিদেবী খণ্ডঘোষ থানায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ।’
অপার্থিব বাবু বলেন, ‘পুলিশের কাছে অভিযোগ জানানোর বদলা নিতেই মাম্পিদেবীর উপরে অ্যাসিড হামলা হল কিনা সেই বিষয়টিই এখন তাঁদের ভাবিয়ে তুলেছে ।’ অভিযুক্ত ধরা পড়ার পরেই বিষয়টি পরিস্কার হয়ে যাদে বলে অপার্থিব বাবু মন্তব্য করেছেন ।।