এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার,২৩ মে : গত সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বজবজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল । তার জের মিটতে না মিটতেই ফের সোমবার বীরভূমের দুবরাজপুর থানা এলাকার ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা শেখ মরিলাল নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর খামার বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির একাংশ । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এরাজ্যে । এবার ঘটনাস্থল মালদার ইংরেজবাজার । মঙ্গলবার সকাল প্রায় ৬ টা নাগাদ ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারে একটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এখনো পর্যন্ত আগুনে ঝলসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,মৃতদের মধ্যে একজনের নাম রাজু ঋষি । অপরজন বাবলু নামে মৃত ব্যক্তি পেশায় ভ্যান চালক। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ৫ টি ইঞ্জিন সহ দমকলকর্মীরা । ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীও ।
স্থানীয় সূত্রে খবর, ইংরেজবাজার পুরসভার অন্তর্গত মালদা নেতাজী কমার্সিয়াল মার্কেটে বেশ কয়েকটি বাজির গোডাউন রয়েছে । সেখানে মজুত রয়েছে প্রচুর পরিমানে বাজি তৈরির মশলা । বাজারটি অত্যন্ত ঘিঞ্জি । প্রচুর দোকানপাট ও ঘরবাড়ি রয়েছে । এদিন সকালে বাজির মশলা আনলোডিংয়ের কাজ চলার সময় আচমকাই আগুন ধরে প্রবল শব্দে বিস্ফোরণ হয় । সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাজির গোডাউনে । একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেয় । বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয় । তার মধ্যে রাজু ঋষি নামে ওই ব্যক্তির দগ্ধ মৃতদেহটি দোকানের শাটার ভেঙে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা । এদিকে এত ঘিঞ্জি এলাকায় বাজির মশলার গোডাউন করার অনুমতি দেওয়ায় প্রশ্ন উঠছে এলাকায় ।।