এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২২ মে : পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি ভারত বিদ্বেষী বলেই পরিচিত । এবার নিজেকে বেশি ভারত বিদ্বেষী প্রমাণ করতে গিয়ে নিজের দেশেই অপমানিত হতে হল তাকে । আসলে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা ও নিরাপত্তা কারনে এবারের এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই । তারই প্রতিবাদে শহীদ আফ্রিদি,জাভেদ মিয়াদাঁদ, রামিজ রাজার মত কট্টরপন্থী মানসিকতা সম্পন্ন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে সমানে বিষ উগলে যাচ্ছে । তারাও জানিয়ে দিয়েছে যে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পাকিস্থানও ভারতে যাবে না । তবে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে সব চেয়ে বেশি সোচ্চার হতে দেখা যাচ্ছে শহীদ আফ্রিদিকে । একবার তিনি বলছেন যে পাকিস্থানও ভারতে খেলতে যাবে না । পরক্ষণেই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে তাকে পরামর্শ দিতে শোনা যাচ্ছে যে তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই’র গালে কষে চড় মারা ।
এদিকে আফ্রিদির এই প্রকার ভারত বিদ্বেষী মন্তব্যের কারনে বেজায় চটেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি । তিনি বলেছেন,’বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে, আফ্রিদি নন।’ পাকিস্তানের একটি চ্যানেলে এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।’
এদিকে ভারত যাতে এশিয়া কাপ থেকে যাতে না সরে দাঁড়ায় সেই লক্ষ্যে ভারতের সামনে একটা ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব রেখেছে পিসিবি । সেই প্রস্তান অনুযায়ী, পাকিস্তানে হবে চারটি ম্যাচ । সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে । পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ।।