এইদিন ওয়েবডেস্ক,হিরোশিমা,২২ মে : বিশ্বজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি প্রকার জনপ্রিয়তা রয়েছে ফের একবার তার প্রমান পাওয়া গেল । জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে অংশ নিতে জাপানের হিরোশিমায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী । ওই বৈঠকে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর পারস্পরিক আলাপচারিতা হয় । তখনই বাইডেন মোদীকে বলেন,’আমি আপনার অটোগ্রাফ নিতে চাই ।’ মার্কিন রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে ওয়াশিংটন ডিসি সফর করবেন এবং তিনি যে কর্মসূচিতে অংশ নেবেন তাতে অংশ নেওয়ার জন্য সেখানকার বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে ব্যাপক চাহিদা রয়েছে। একই কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও । একটি বিবৃতিতে জানিয়েছেন,প্রধানমন্ত্রী মোদী যে কমিউনিটি প্রোগ্রামে বক্তৃতা করবেন তাতে অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়ার মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে । উল্লেখ্য,মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়ের মাঝে ভাষণ দেবেন, যেখানে ভেন্যুটির আসন ধারণক্ষমতা ২০,০০০ কিন্তু এর চেয়ে বেশি চাহিদা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ।
এদিকে রবিবার (২১ মে, ২০২৩) সন্ধ্যায় ওশেনিয়ার দেশ পাপুয়া নিউ গিনিতে পৌছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন তা সকলের হৃদয় ছুঁয়ে গেছে । জেমস মারাপে পা ছুঁয়ে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী মোদীর সামনে শ্রদ্ধায় মাথা নত করেন, জবাবে প্রধানমন্ত্রী মোদীও তাকে জড়িয়ে ধরেন। লোকেরা এটিকে কেবল ভারতের ক্রমবর্ধমান প্রভাব হিসাবে দেখছে না, এটিকে ভারতীয় সংস্কৃতির প্রচারের একটি রূপ হিসাবেও বিবেচনা করছে ।।