এইদিন ওয়েবডেস্ক,পাউরি গাড়ওয়াল (উত্তরাখণ্ড), ২২ মে : হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদে মুসলিম যুবকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে বাতিল করলেন উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালের এক বিজেপি নেতা । ওই বিজেপি নেতার নাম যশপাল বায়নাম । প্রাক্তন বিধায়ক যশপাল বায়নাম আগে কংগ্রেসে ছিলেন । পরে দলত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন । যশপালের মেয়ের বিয়ে স্থানীয় এক মুসলিম যুবকের সঙ্গে ঠিক করা হয়েছিল । বিয়ের কার্ড বিলি হয়ে গিয়েছিল । বিয়েতে বিজেপি ও কংগ্রেস উভয় দলের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয় । আগামী ২৮ মে ঘুডৌদি এলাকার একটি রিসোর্টে বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু বৃহস্পতিবার যশপাল বায়নামের মেয়ের বিয়ের আমন্ত্রণ পত্রটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয় ।
জানা গেছে, শুক্রবার জান্দা চকে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ওই নেতার কুশপুত্তলিকা পুড়িয়ে তুমুল বিক্ষোভ দেখায় । বিক্ষোভে অংশ নেয় ভিএইচপি, ভৈরব সেনা ও বজরং দল। জেলা ভিএইচপির কার্যনির্বাহী সভাপতি দীপক গৌড়া বলেছেন যে আমরা এই ধরনের বিয়ের তীব্র বিরোধিতা করি । এদিকে বিয়ে নিয়ে বিতর্কের সৃষ্টি হতেই শনিবার বিজেপি নেতা যশপাল বায়নাম বরের পরিবারের ‘পারস্পরিক সম্মতিতে’ বিয়ে বাতিল করে দিয়েছেন বলে জানান ।
তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছেন যে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চাইনি আমার মেয়ের বিয়ে পুলিশ ও প্রশাসনের নিরাপত্তায় হোক। আমি জনগণের অনুভূতিকে সম্মান করি। উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। তবে বিয়ের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিয়ে নিয়ে আপত্তি ও নানা ধরনের বিষয় সামনে এসেছে । তাই বিয়েটি বাতিল করা হয়েছে ।’ তবে তিনি জানান,একই যুবকের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে পরে পরিবার, শুভানুধ্যায়ী ও বরপক্ষ-এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।।
ছবি ও তথ্য সৌজন্যে কানাডা প্রভা ।