এইদিন ওয়েবডেস্ক,নাইপিদো,২১ মে : মিয়ানমারের ইয়ে টাউনশিপের ওয়েপপেং গ্রামের কাছে মিলিটারি কাউন্সিল আর্মি এবং বিপ্লবী যৌথ বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে । শুক্রবার(১৯ মে ২০২৩) মিলিটারি কাউন্সিল আর্মি ওয়েপপেং গ্রামে হানা দিলে দু’পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় । আজ রবিবার পর্যন্ত গোলাগুলি অব্যাহত রয়েছে বলে খবর । তবে উভয়পক্ষের ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো স্পষ্ট নয় । দু’পক্ষের লড়াই আরও ভয়াবহ আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এক স্থানীয় বাসিন্দা দ্য থান লুইন টাইমসকে বলেছেন যে সামরিক কাউন্সিল বাহিনী দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সময় ২০ জনেরও বেশি স্থানীয় গ্রামবাসীকে ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহারের জন্য গ্রেফতার করে । বর্তমানে ওই গ্রামবাসীরা মিলিটারি কাউন্সিল আর্মির হেফাজতেই রয়েছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,মিলিটারি কাউন্সিল আর্মির ১০০ জনেরও বেশি একটি দল বাইপাসেই এলাকায় গিয়ে এলোপাথাড়ি গোলাগুলি ও বোমাবর্ষণ করে । যে কারনে বাইপাসেইসহ আশেপাশের গ্রাম থেকে শত শত স্থানীয় বাসিন্দা পালিয়ে গেছে । বর্তমানে তারা খাদ্য ও আশ্রয়হীন অবস্থায় রয়েছে ।
গত ৭,৮ ও ১০ মে মিয়ানমারের সামরিক পরিষদ সেনাবাহিনী ইয়ে শহরের উত্তর অংশে বেল্লামু ও ওয়াপাসাই গ্রামের কাছে বিপ্লবী যৌথ বাহিনীর ক্যাম্পে যুদ্ধ বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করে । বিমান হামলার ফলে ওয়াপাসাই গ্রামের বাসিন্দাদের বাড়িঘর এবং সম্পত্তি আগুনে ধ্বংস হয়ে যায় এবং ৪ জন গ্রামবাসী আহত হয় । উল্লেখ্য, ইয়ে টাউনশিপের ওয়াপাসাই এলাকা হল কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ ব্রিগেডের ৬-এর নিয়ন্ত্রণাধীন একটি এলাকা । সেইসাথে এটি এমন একটি জায়গা যেখানে পিপলস ডিফেন্স ফোর্সের ঘাঁটিও রয়েছে ।।