এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ মে : প্রশিক্ষণের সময় রাজস্থানে দুর্ঘটনার পর ভারতীয় বিমান বাহিনীতে (আইএএফ) মিগ-২১ যুদ্ধ বিমানের উড়ান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । চলতি মাসের শুরুর দিকে (৮ মে ২০২৩) রাজস্থানের সুরতগড় এয়ারবেস থেকে একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড্ডয়ন করে । কিছু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হনুমানগড়ের একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় পাইলট বেঁচে গেলেও তিনজনের মৃত্যু হয় । এর আগেও এরকম বহু দুর্ঘটনার মুখোমুখি হয়েছে মিগ-২১ যুদ্ধ বিমান । যাতে পাইলটরা প্রাণ হারিয়েছে।
রাজস্থানে বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান ও তদন্তের ভারতীয় বিমান বাহিনী সাময়িকভাবে মিগ-২১ বিমানটির উড়ান নিষিদ্ধ করেছে । প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন,তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং দুর্ঘটনার কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত মিগ-২১-এর উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে । বিমানবাহিনীর এক শীর্ষ আধিকারিক বলেছেন,’তদন্তের মূল উদ্দেশ্য হল এই বিমানের দুর্ঘটনার কারণ খুঁজে বের করা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত মিগ-২১ গ্রাউন্ডেড করা হয়েছে ।’
১৯৬০-এর দশকে মিগ-২১ আইএএফ-এ অন্তর্ভুক্ত হয়েছিল। তারপর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিমানবাহিনীতে পরিষেবাতে দেয় এই যুদ্ধ বিমান । কিন্তু সাম্প্রতিক কিছু সময় ধরে এই জেটগুলির দুর্ঘটনার হার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । আইএএফ তার বহরে থেকে মিগ-২১ বিমানকে পর্যায়ক্রমে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে । আগামী দুই বছরের মধ্যে এই জেটগুলোকে পরিষেবা থেকে সম্পূর্ণ ভাবে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে ।।