এইদিন ওয়েবডেস্ক,হিরোশিমা,২১ মে : সাতটি শক্তিশালী দেশের গ্রুপ জি-৭ -এর সম্মেলনে অংশ নিতে বর্তমানে জাপানের হিরোশিমা শহরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তারই মাঝে প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রখ্যাত ভাষাবিদ অধ্যাপক টমিও মিজোকামির(Professor Tomio Mizokami) সঙ্গেও দেখা করেন । তিনি হিন্দি ও পাঞ্জাবি ভাষার একজন বিশিষ্ট পণ্ডিত। জাপানের মানুষের মধ্যে ভারতীয় ভাষা ও সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য তাঁর অনেক অবদান রয়েছে । টমিও মিজোকামির এই অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছে ।
জাপানি অধ্যাপকের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন । প্রধানমন্ত্রী টমিও মিজোকামির সাথে সাক্ষাৎকারের ছবি পোস্ট করে টুইট করেছেন,’হিরোশিমাতে, আমি অধ্যাপক টমিও মিজোকামির (Tomio Mizokami) সাথে আলাপচারিতা করতে পেরে আনন্দিত হয়েছি । একজন পদ্ম পুরস্কারপ্রাপ্ত, তিনি একজন বিশিষ্ট হিন্দি এবং পাঞ্জাবী ভাষাবিদ। তিনি ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যকে জাপানের মানুষের মধ্যে জনপ্রিয় করার জন্য অসংখ্য প্রচেষ্টা করেছেন ।’
উল্লেখ্য,ভারতে ভাষার কর্তত্ব নিয়ে বিরোধ দীর্ঘদিনের । এনিয়ে প্রায়ই সংঘাত হয় । ২০১৭ সালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভারতে ভাষা নিয়ে বিরোধের কারনে দু:খ প্রকাশ করেছিলেন অধ্যাপক টমিও মিজোকামি । তিনি তখন বলেছিলেন, ‘আমি হিন্দি, তামিল, বাংলা, উর্দু প্রভৃতি ভাষা শিখেছি । ভারতের প্রতিটি প্রদেশের ভাষাই রাষ্ট্রভাষা । কেউ বড় বা ছোট নয় । তবে জনসংখ্যার নিরিখে হিন্দি ভাষা ভারতের একটা গুরুত্বপূর্ণ ভাষা । কিন্তু সম্প্রতি কিছু নেতা হিন্দি ভাষা নিয়ে বিরোধিতা করছেন । যেটা কখনোই কাম্য নয় । সকলের মিলেমিশে থাকা উচিত ।’।