চলো না দূরে কোথাও হারিয়ে যাই…
যেখানে নেই কোনো হিংসা নেই শোক, নেই জড়া, নেই মৃত্যু…
বসন্তের শিমুল পলাশের ছায়ায় ,কল – কাকলির ছন্দে যদি সাজাই এক নতুন পৃথিবী…
হাসি কল্লোলে উচ্ছ্বাসিত হবে চারিধার, মন বিহঙ্গ মিলিত হবে অনন্য উৎসবে… খোলা আকাশের মুক্ত জোছনা সাথী হবে এই মিলন সভার…
নিয়মের পার ডিঙিয়ে সীমান্তে হারাবো,ছুটে ছুটে আকাশ ছোঁবো..ছোঁবো রামধনু, মুঠোয় ধরে মেঘকে আড়াল করব …ঝলমলে রোদ্দুর এসে ছুঁয়ে যাবে হেসে.. মিটিমিটি চোখে রোদের আদর খাবো… এসো না, নতুন এক পৃথিবী গড়ি.. !
ভালোবাসার বীজ পুঁতে দেবো প্রান্তর জুড়ে, চারিদিকে শুধুই খুশির প্রজাপতি উড়ে বেড়াবে… ভালোবাসার গাছে অফুরন্ত ফুল, ফলে ছেয়ে থাকবে …মন – প্রাণ ভরে সুখ আস্বাদন করবো …
চলো না এক নতুন পৃথিবী গড়ি…!!