এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : অবশেষে সিবিআইয়ের জেরার মুখোমুখি হলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি । শনিবার সকাল ১১ টায় তলব করা হয় তাঁকে । অভিষেককে কি কি প্রশ্ন করা হবে তার প্রস্তুতিও করে রেখে দিয়েছে সিবিআই । সূত্রের খবর, সিবিআই ইতিমধ্যেই পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছে । ফলে অভিষেককে জেরা পর্ব দীর্ঘক্ষণ চলবে বলে অনুমান করা হচ্ছে ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কুন্তল ঘোষ দাবি করেছিলেন যে তাঁর মুখ দিয়ে অভিষেকের নাম বলিয়ে নিতে চাইছে সিবিআই ।
কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে জেরা করার বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযয়ের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক । এমনকি মামলাটিতে বেঞ্চ বদলে দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে । তাতেও বিশেষ সুবিধা হয়নি অভিষেক ব্যানার্জির । কারন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা । তারই মাঝে শুক্রবার অভিষেক ব্যানার্জিকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ফলে বাঁকুড়ায় ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচি মাঝপথে অসম্পূর্ণ রেখেই কলকাতায় চলে আসেন তিনি । এদিন তিনি উপস্থিত হন নিজাম প্যালেসে ।
এদিকে ভাইপো অভিষেককে সিবিআইয়ের তলবের পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচিকে পন্ড করতেই তলব করা হয়েছে অভিষেককে । পাশাপাশি তিনি জানিয়ে দেন,কর্মসূচি বন্ধ হবে না,বরঞ্চ অভিষেকের অনুপস্থিততে তিনিই দলীয় কর্মসূচি চালিয়ে যাবেন।।