এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,২০ মে : বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর দেশ ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা আছে । অনেকে তাঁকে স্বয়ং বজরংবলীর অবতার বলে মনে করেন । ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করার পক্ষে বহুবার নিজের মতামত প্রকাশ করেছেন এই আধ্যাত্মিক গুরু । কিন্তু তাঁর হিন্দু ধর্মের প্রচার প্রসার এবং ধর্মান্তরিত মানুষদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ভালো চোখে দেখেনা দেশের কিছু রাজনৈতিক দল ও ইসলামি মৌলবাদী সংগঠনগুলি । রাজনৈতিক জমি হারানোর ভয়ে তারা সর্বদা বাগেশ্বর ধামের সমালোচনায় মুখর হয় ।
এবার ধীরেন্দ্র শাস্ত্রীর গুজরাট সফরকে কেন্দ্র করে কংগ্রেস-বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । গুজরাটের তিনটি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হতে চলেছে বাবার দরবার । কংগ্রেসের আশঙ্কা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভোটের মেরুকরণের জন্য পরিকল্পিতভাবে বাবাকে ব্যবহার করছে বিজেপি । তারা বাবা বাগেশ্বর ধামের গুজরাট সফরের বিরোধিতা করেছে । অন্যদিকে কংগ্রেসের এই বিরোধিতা ‘হিন্দু বিরোধী’ লক্ষণ বলে মনে করছে বিজেপি ।
ধীরেন্দ্র শাস্ত্রীর গুজরাট সফর প্রসঙ্গে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিংহ বাঘেলা বলেছেন যে বিজ্ঞানের যুগে মিথ্যা অলৌকিকতার কোনও জায়গা নেই । কংগ্রেস নেতা মনীশ দোশির যুক্তি হল বাবাকে ২০২৪ সালের নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। ধীরেন্দ্র শাস্ত্রীর মাধ্যমে ভোটের মেরুকরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার । অন্যদিকে বিজেপি বলেছে যে
দেশের কোনও নাগরিক যদি কোনও ধর্মীয় অনুষ্ঠানে যেতে চান তবে সংবিধান তাকে সেই অধিকার দেয় । তারা কংগ্রেসের প্রতিবাদকে হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে যুক্ত করেছে ।
যদিও ধীরেন্দ্র শাস্ত্রী ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস । গুজরাটের কংগ্রেস নেতা হেমাঙ্গ রাওয়াল বলেছেন, বাগেশ্বর ধাম এবং ধীরেন্দ্র শাস্ত্রীকে সর্বদা আলাদা রাখতে হবে । হেমাঙ্গ রাওয়ালের যুক্তি হল বাবা বাগেশ্বর স্বয়ং হনুমানজির রূপ। যদিও বাগেশ্বর ধাম সম্পর্কে এই মতামত তার ব্যক্তিগত বিশ্বাস বিশ্বাস বলে জানিয়েছেন তিনি ।।