আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : গরমকালে সাধারনত রক্তদান শিবির কম হয় । তাই এই সময়ে রক্তের আকাল থাকে ব্লাডব্যাঙ্কগুলিতে । এদিকে আবার বিধানসভা ভোটের মরশুম চলছে । নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করা বন্ধ করে দিয়েছে । পাশাপাশি যে সমস্ত সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তারাও ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়ায় মাসাধিক কাল ধরে এলাকায় রক্তদান শিরিরের আয়োজন হয়নি । ফলে তীব্র রক্ত সংকটে ভুগছে পূূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাঙ্ক । ফলে রক্ত সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে রোগীর পরিবারের লোকেদের ৷
এই পরিস্থিতিতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল মঙ্গলকোটের পিন্ডিরা ওয়েলফেয়ার সোসাইটি । এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে । কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই রক্ত সংগ্রহ করে নিয়ে যান ।
পিন্ডিরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শামসুল শেখ বলেন, ‘আমাদের ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে । বর্তমানে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত সংকট চলছে বলে শুনেছি । তাই এদিন আমারা রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছি ।’ পাশাপাশি তিনি বলেন,, ‘এদিন খবর সংগ্রহ করতে এসে রক্তদান করেছেন তরুন সাংবাদিক আমিরুল ইসলাম । এজন্য আমাদের সংগঠনের তরফ থেকে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই ।’।