বিচার করুন ধর্মাবতার
বিচার করুন
বিচারের মত বিচার করুন
নিরপেক্ষতা বজায় রাখুন
নিরপেক্ষ বিচার করুন৷
এমন বিচার করুন যেন আপনার গায়ে কালি না লাগে৷
পক্ষপাত যেন আপনাকেই গ্রাস না করে
হ্যাঁ ধর্মাবতার,
আপনাকেই যেন গ্রাস না করে বসে৷
আসলে আমাদের নষ্ট চোখ পক্ষপাতদুষ্ট বিচার দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে
বড় ক্লান্ত হয়ে পড়েছে;
অবসরের পর পরই বড় রাজনৈতিক পোষ্ট
দেখে সন্দেহ দানা বেঁধেছে বারবার৷
বিশ্বাস করুন ধর্মাবতার
আমরা যে অতি সাধারণ মানুষ
মনটা যে সহজেই অনেককিছু ভেবে নেয়৷
একটা বিচারের রায়ের পরেই প্রমোশন হলে
মনটা বিশ্বাস করে নেয়
আগের বিচারের রায়েই প্রমোশন৷
বিশ্বাস করুন ধর্মাবতার,
আপনাকে সেই দলে ফেলতে চাইনা৷
কিন্তু কী করব বলুন
পোড়া মন আবার সেদিকেই ছুটছে৷
একজন কাজ করেও বেতন ফেরত দিল
বলতে পারেন
আপনার রায়ে বেগার খাটলো৷
সেই টাকা আবার অন্যকে পাইয়ে দিলেন৷
অন্যজনও যখন বেআইনি করল
তখন তাকে আর বেগার খাটাতে
আপনার সহানুভূতি সম্পন্ন মন চাইলনা৷
সে টাকার সুদটাও ভোগ করল
আপনি কিন্তু দেখেননি মনে হয় ধর্মাবতার৷
হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে!
কিন্তু আমাদের পোড়া মন আবার পক্ষপাত খুঁজে পেল৷
হ্যাঁ ধর্মাবতার৷
কিন্তু কী করবো বলুন,
আমাদের মনে হল,
আপনিও হয়তোবা পক্ষপাতের দিকে ঝুঁকে পড়ছেন৷
অথবা আগে থেকেই ছিলেন!
কিন্তু আমরা সরলমনে অন্য ভেবে
আপনাকে ত্রাতা ভেবে বসেছিলাম৷
কিন্তু ভুলটা যে আমাদের৷
ক্ষমা করবেন ধর্মাবতার,
আপনি আরো পক্ষপাত করুন
আপনি আরো ওপরে উঠুন
শিখরে পৌঁছানোর জন্য যতটা পক্ষপাত করতে হয় করুন৷
আমরা না হয় আর একবার দুটো কথা বলে বসবো
কিন্তু আপনি পৌঁছাবেন
ঠিক পৌঁছাবেন উন্নতির শিখরে৷
আপনার সেই এলেম আছে ধর্মাবতার৷
সফল হোন আপন কর্মে ৷।