দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ মে : মধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিল পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল বলে পরিচিত আউশগ্রামের দু’জন পড়ুয়া । আউশগ্রামের অমরারগড় উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ঈশিতা ভট্টাচার্য ৬৮৪ নম্বর পেয়ে যুগ্মভাবে নবম এবং অঙ্কুর ঘোষ ৬৮৩ নম্বর পেয়ে যুগ্মভাবে দশম স্থান দখল করেছে । প্রত্যন্ত এলাকায় দুই পড়ুয়ার নজরকাড়া সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারা ।
অমরারগড় গ্রামের বাসিন্দা ঈশিতার বাবা সুব্রত ভট্টাচার্য পেশায় কৃষক । মা সবিতাদেবী অঙ্গনওয়াড়ি কর্মী । মেয়ের এই প্রকার অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ঈশিতার বাবা-মা । ঈশিতা জানিয়েছে ভবিষ্যতে সে ফ্যাশন ডিজাইনার হতে চায় । যদিও সুব্রতবাবু ও সবিতাদেবী জানিয়েছেন, তাদের ইচ্ছা ঈশিতা চিকিৎসক হোক ।
অন্যদিকে একই গ্রামের বাসিন্দা অঙ্কুরের বাবা মানস ঘোষ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার এবং মা বৈশাখীদেবী পঞ্চায়েতের অস্থায়ীপদে কর্মরত ৷ বাবা-মায়ের একমাত্র সন্তান অঙ্কুর । অঙ্কুর জানিয়েছে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় । এদিকে স্কুলের দুই পড়ুয়া মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত অমরারগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার । তিনি বলেন,’আজ আমাদের স্কুলের আনন্দের দিন । আমরা ঈশিতা ও অঙ্কুরের জন্য গর্বিত ।’।