এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৮ মে : বক্স অফিসে সাফল্য পেয়েছে কেরালার ‘লাভ জিহাদ’-এর ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ । দেশ বিদেশে ব্যাপক প্রশংসা পাচ্ছে এই ছবিটি । এবার ধর্মান্তরিত ৩০০ জনের পুনর্বাসনের কথা ঘোষণা করলেন ‘দ্য কেরালা স্টোরি’-এর প্রযোজক বিপুল শাহ । বুধবার তিনি একটি আশ্রমের অনুষ্টানে যোগ দিতে গিয়ে ধর্মান্তরিত মহিলাদের পুনর্বাসনের জন্য ৫১ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ।শাহ বলেছিলেন যে তিনি ধর্মান্তরিতদের সাহায্য করার অভিপ্রায় নিয়ে ছবিটি তৈরি করেছেন এবং ‘সেভ দ্য গার্ল চাইল্ড’-এর লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন । একটি সাংবাদিক সম্মেলনে প্রযোজক বলেন, ‘কেরালার লাভ জিহাদের কাহিনীকে সামনে নিয়ে আসার মূল কারণ এই সমস্ত মেয়েদের সাহায্য করা। আমরা প্রাথমিকভাবে আশ্রমে ৩০০ জন মেয়েকে পুনর্বাসনের মাধ্যমে এটি শুরু করতে যাচ্ছি । ‘সানশাইন পিকচার্স’ এবং ‘দ্য কেরালা স্টোরি’-এর দলের পক্ষ থেকে ৫১ লাখ টাকা অনুদান দিয়ে এটি আমরা শুরু করব।’ ‘দ্য কেরালা স্টোরি’ টিমের সাথে ২৬ জন ‘লাভ জিহাদের’ শিকার হিন্দু তরুনীও মঞ্চে উপস্থিত হয়েছিলেন ।
গত ৫ মে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি । ছবিটির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই কংগ্রেস, সিপিএম ও ইসলামি সংগঠনগুলি ছবিটি নিষিদ্ধ ঘোষণার দাবি তুলছিল । পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মত রাজ্যগুলিতে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হলেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার ‘দ্য কেরালা স্টোরি’কে করমুক্ত ঘোষণা করেছে । সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আদা শর্মা ।।