ছোঁয়া মানে সেই হাসিটা
যারা থাকতো ঘরের কোনে
ছোঁয়া মানে সেই হাসিটা
যারা হাসতো মনে মনে।
ছোঁয়া মানে সেই ধুলো মাখা গাল
মুখেতে ফোকলা দাঁত
ছোঁয়া মানে যাদের হাসি মুখ থাকে
তবে খিদেতে পেটেতে হাত।
ছোঁয়া মানে সেই শিল্পী শিশুর
প্রতিভা থাকে ঘরে
ছোঁয়া মানে যার ছাদ বেয়ে অঝোরে বৃষ্টি পরে।
ছোঁয়া মানে যার সকাল হলেই
লোকের বাড়ি কাজে
ঘরের কোনে গোপনেতে যে সেই মেয়েটাও সাজে।
এবার থেকে এদের ঘরেও বহিবে খুশির হাওয়া
শিশুর মাঝে পৌঁছে যাবে, যার নাম হয়েছে “ছোঁয়া”।