দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ মে : শেয়ার কেনাবেচার সময় মুম্বাইয়ের পশ্চিম দাদরের এক ব্যবসায়ীর ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে কাটোয়ার এক যুবকের বিরুদ্ধে । দাদরের ভিআর সাভারকার মার্গের বাসিন্দা ফ্লাভিয়াস ডি’সুজা নামে ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশের সহায়তায় অমিত কুমার ঘোষ(৩০) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিসের সেন্ট্রাল রিজিওন সাইবার ব্রাঞ্চ । ধৃতের বাড়ি কাটোয়া শহরের মাধবীতলা এলাকায় । বুধবার ধৃত যুবককে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলার পর তাকে ট্রানজিট রিমাণ্ডে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
জানা গেছে,কাটোয়া শহরের মাধবীতলার বাসিন্দা অমিত কুমার ঘোষ শেয়ার মার্কেটের সাব ব্রোকার । অন্যদিকে অভিযোগকারী ফ্লাভিয়াস ডি’সুজা পেশায় বাদ্যযন্ত্র ব্যবসায়ী । তিনি চলতি বছরে জানুয়ারি মাসের প্রথম দিকে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চকে জানান, একটি বেসরকারি শেয়ার ট্রেডিং ব্রোকার কোম্পানিতে তাঁর শেয়ার মার্কেটের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে । ওই অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে বেআইনিভাবে শেয়ার কেনাবেচা করা হয়েছে ।২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তিনি তাঁর ওই সংস্থার অ্যাকাউন্টের ডিটেলস তিনি পান । সেই তথ্য অনুযায়ী তার ১৪ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকা ক্ষতি হয়েছে ।
জানা গেছে,অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিসের সেন্ট্রাল রিজিওন সাইবার ক্রাইম ব্রাঞ্চ । অভিযোগকারী ফ্লাভিয়াস ডি’সুজার উল্লিখিত বেসরকারি শেয়ার ট্রেডিং ব্রোকার কোম্পানির কাছ থেকে একটি আইপি অ্যাড্রেস পায় তদন্তকারী দল,যেটি ব্যবহার করে ডি’ সুজার অ্যাকাউন্ট থেকে গোপনে শেয়ার কেনাবেচা করা হয় । আর ওই আইপি অ্যাড্রেসটি রয়েছে কাটোয়ার অমিত ঘোষের নামে । তারপরেই অমিতকে গ্রেফতার করতে তৎপর হয় মুম্বাই পুলিশ । তদন্তকারীরা এই প্রতারণার ঘটনায় শুভম যাদব নামে আরও একজনের নাম জানতে পেরেছে । সিডিআর অ্যানালাইসিসের মাধ্যমে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শুভম ও অমিতের পারস্পরিক লেনদেনের তথ্য পেয়েছে বলে খবর ।
যদিও অমিত কুমার ঘোষ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ অস্বীকার করেছেন । তার দাবি ওই সংস্থা আমাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে । পাশাপাশি তিনি আরও দাবি করেন,তার প্রায় সাড়ে দশ হাজার ক্লায়েন্ট রয়েছে । তার মধ্যে শুভম যাদব অন্যতম । আর তার অ্যাকাউন্ট থেকে শুভম যাদবের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তা লভ্যাংশের টাকা,ফ্লাভিয়াস ডি’সুজার টাকা নয় ।।