এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৭ মে : ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে । ঘটনার ২৪ ঘণ্টা পরেও জাহাজের ৩৯ জনের কোনো হদিশ পাওয়া যায়নি । চীনের সিসিটিভির খবরে বলা হয়, শানতুং প্রদেশের পেংলাই জিনগ্লু ফিশারী কোম্পানি লিমিটেডের মাছ ধরার ‘লুপেং ইউয়ানিউ ০২৮’ জাহাজটি মঙ্গলবার ভোররাতে ভারত মহাসাগরের প্রবল ঢেউয়ে উল্টে যায় । ডুবে যাওয়া জাহাজের ৩৯ জন সদস্যের মধ্যে ১৭ জন চীনের নাগরিক, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং পাঁচজন ফিলিপাইনের নাগরিক ।
সিসিটিভির খবরে বলা হয়েছে,চীনের দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে । এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ।চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,নিখোঁজদের উদ্ধারের সর্বতোভাবে চেষ্টা চলছে । এই ঘটনার পর যারা গভীর সাগরে মাছ ধরতে যান- তাদের নিরাপত্তা ঝুঁকির আগাম সতর্কবার্তা জোরদার করা হবে ।।