এইদিন ওয়েবডেস্ক,নাগুন(আসাম),১৭ মে : দুর্ঘটনায় মৃত্যু হল আসামের ‘লেডি সিংঘম’ জুনমনি রাভার(৩০) । জুনমনি রাভা আসাম পুলিশ বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন । তিনি আসামের মরিকলং পুলিশ চৌকির দায়িত্বে ছিলেন । নাগুন শহরের কাছে রাজ্য সড়কে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান । গাড়িতে একাই ছিলেন জুনমনি এবং পুলিশের ইউনিফর্মে ছিলেন না বলে জানা গেছে । জুনমনি রাভার মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে,ট্রাকটি আটক করা হয়েছে । তবে চালক পলাতক । তার সন্ধান চলছে ।
বিতর্কের জেরে জুনমনি রাভাকে বহুবার সাসপেন্ড করা হয়েছে। তিনি সাহসিকতার সাথে অনেক কঠিন মামলা মোকাবেলা করেছেন এবং চাকরির নামে প্রতারণাকারী তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য প্রশংসিত হয়েছিলেন । জুনমনি রাভা বলিউড সিনেমার পর ‘লেডি সিংঘম’, ‘দাবাং কপ’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। বিতর্কের কারণে মাঝেমধ্যেই তাঁকে খবরের শিরোনামে দেখা যেত । সাব ইন্সপেক্টর রাভা প্রায়ই একা কোথায় বেড়িয়ে যেতেন তা পরিবার বা পুলিশ কেউই জানত না । সাদা পোশাকে তিনি কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ । একজন সৎ পুলিশ আধিকারিকের রহস্যময় দূর্ঘটনায় মৃত্যুতে আলোড়ন পড়ে গেছে আসাম জুড়ে ।।