নিজের বলে নেই গো কিছু
মিথ্যে লোভ করোনা কিছু,
সবই যে ফেলে যেতে হবে…
ওপারের ডাক এলে।
একা এসেছি একাই যাবো চলে।
যাবেনা তখন শরীর খানা,
কেউ হাসবে, কেউ কাঁদবে,
শরীর খানা কাঁধে নিয়ে চিতার ওপর ফেলবে।
আজ আছি কাল নেই
হিংসা করে লাভ নেই।
ভালবাসায় করব জয়,
তাতে কোনো নেই কো ভয়।
জাত মেতেছে জাতকে নিয়ে
করছে ওরা দলাদলি
মরছে যত ভালো মানুষ
হচ্ছে যত কোলাহল।
মরছে যত প্রজন্মের নতুন আলো
মুর্খ করে রাখছে তারা
যারা করে জবরদখল।
হাতের ওপর হাত রেখে
মনের জোরে এগিয়ে চলো,
কাঁধ মিলিয়ে চলবো মোরা
কবির কলম থাকবে ভরা ।।